চিত্রবিচিত্র/পাঙ্চুয়াল
অবয়ব
(পৃ. ৭৫)
পাঙ্চুয়াল
গতকাল পাঁচটায়
তেলে ভেজে মাছটায়
বাবু রেখেছিল পাতে,
ছিল সাথে ছেঁচ্কি।
নেয়ে এসে দেখে চেয়ে
বিড়ালে গিয়েছে খেয়ে—
চোঁ চোঁ করে ওঠে পেট
আর ওঠে হেঁচ্কি।
মহা রােষে তিনুরায়
যেতে চায় আগরায়,
পাঁজিতে রয়েছে লেখা
দিন আছে কল্য।
রান্না চড়াতে গেলে
পাছে ট্রেন নাই মেলে
ভােরে উঠে তাই আজ
হাওড়ায় চলল।