চিত্রবিচিত্র/স্বপন
অবয়ব
(পৃ. ৫২-৫৩)
স্বপন
দিনে হই এক-মতাে,
রাতে হই আর।
রাতে যে স্বপন দেখি
মানে কী যে তার!
আমাকে ধরিতে যেই
এল ছােটো কাকা
স্বপনে গেলাম উড়ে
মেলে দিয়ে পাখা।
দুই হাত তুলে কাকা
বলে, থামাে থামাে,
যেতে হবে ইস্কুলে
এই বেলা নামো।
আমি বলি, কাকা, মিছে
করে চেঁচামেচি,
আকাশেতে উঠে আমি
মেঘ হ’য়ে গেছি।
ফিরিব বাতাস বেয়ে
রামধনু খুঁজি,
আলাের অশােক ফুল
চুলে দেব গুঁজি।
সাত সাগরের পারে
পারিজাত-বনে
জল দিতে চ’লে যাব
আপনার মনে।
যেমনি এ কথা বলা
অমনি হঠাৎ
কড়্, কড়্ রবে বাজ
মেলে দিল দাঁত।
ভয়ে কাঁপি, মা কোথাও
নেই কাছাকাছি!
ঘুম ভেঙে চেয়ে দেখি
বিছানায় আছি।