বিষয়বস্তুতে চলুন

চিত্রা/নারীর দান

উইকিসংকলন থেকে

নারীর দান।

একদা প্রাতে কুঞ্জ তলে
অন্ধ বালিকা
পত্রপুটে আনিয়া দিল
পুষ্প মালিকা।
কণ্ঠে পরি অশ্রু জল
ভরিল নয়নে;
বক্ষে লয়ে চুমিনু তার
স্নিগ্ধ বয়নে।
কহিনু তারে “অন্ধকারে
দাঁড়ায়ে রমণী
কি ধন তুমি করিছ দান
না জান আপনি!
পুষ্পসম অন্ধ তুমি
অন্ধ বালিকা,
দেখনি নিজে মােহন কি যে
তােমার মালিকা!”

২৫ মাঘ,
১৩০২।