ছড়া/মাঝ রাতে ঘুম এল— লাউ কেটে দিতে

উইকিসংকলন থেকে

১১

মাঝ রাতে ঘুম এল—লাউ কেটে দিতে
ছিঁড়ে গেল ভুলুয়ার ফতুয়ার ফিতে।
খুদু বলে, মামা আসে, এই বেলা লুকো;
কানাই কঁদিয়া বলে, কোথা গেল হুঁকো।
নাতি আসে হাতি চড়ে, খুড়ো বলে—আহা,
মারা বুঝি গেল আজ সনাতন সাহা।
তাঁতিনীর নাতিনীর সাখিনী সে হাসে,
বলে, আজ ইংরিজি মাসের আঠাশে।
তাড়া খেয়ে ন্যাড়া বলে, চলে যাব রাঁচি;
ঠাণ্ডায় বেড়ে গেল বাঁদরের হাঁচি।
কুকুরের লেজে দেয় ইন্‌জেক্‌শ্যান,
মান্থলি টিকিট কেনে জলধর সেন।
পাঁজি লেখে, এ বছরে বাঁকা এ কালটা,
ত্যাড়াবাঁকা বুলি তার উলটা-পালটা;
ঘুলিয়ে গিয়েছে তার বেবাক খবর,
জানি নে তো কে যে কারে দিচ্ছে কবর॥


  উদয়ন
৫ ডিসেম্বর ১৯৪০। বিকাল

——————