জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কচ্চায়ন

উইকিসংকলন থেকে


কচ্চায়ন—তাঁহার প্রকৃত নাম কাত্যায়ন। ‘সুসন্ধি কপ্‌প’ নামক পালি ব্যাকরণ তাঁহারই রচিত। তাঁহার ব্যাকরণ সাধারণতঃ ‘কচ্চায়নব্যাকরণ’ নামেই খ্যাত। তিনি মহাত্মা বুদ্ধের একজন প্রিয় শিষ্য ছিলেন। বুদ্ধের উপদেশাবলী পালি ভাষায় সংগৃহীত হয়। বুদ্ধের মৃত্যুর পরে সেই সমুদয় পুস্তক বুঝিতে অনেক অসুবিধা হইতে লাগিল। এই অসুবিধা দূর করিবার জন্য কাত্যায়ন ঋষি পালি ব্যাকরণ রচনা করেন। কচ্চায়ন ব্যাকরণের যোগসূত্র কাত্যায়ন প্রণীত, টীকা সঙ্ঘনন্দী, উদাহরণ ব্রহ্মদত্ত এবং প্রয়োগ বিমলবুদ্ধি কর্ত্তৃক রচিত হয়। তিনি মথুরাদেশবাসী ছিলেন।