জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/দ্বিতীয় খণ্ড

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন




জীবনীকোষ

(ভারতীয়-ঐতিহাসিক)

২য় খণ্ড

শ্রীশশিভূষণ বিদ্যালঙ্কার

কাকাই সান্তরা মহাপাত্র
হইতে
গোবিন্দ (১) পর্য্যন্ত

১৩৪৫ বঙ্গাব্দ

মূল্য পাঁচ টাকা

  প্রকাশক
শ্রীদেবব্রত চক্রবর্ত্তী এম্‌ এ
২১০।৩।২ কর্ণওয়ালিস ষ্ট্রীট
 কলিকাতা

 কলিকাতা
২০৯ নং কর্ণওয়ালিস ষ্ট্রীট
 জীবনী-কোষ মুদ্রাযন্ত্রে
 শ্রীশশিভূষণ বিদ্যালঙ্কার

 কর্ত্তৃক মুদ্রিত



দ্বিতীয় খণ্ডের মুখবন্ধ।

 এই দ্বিতীয় খণ্ডে ক বর্গ শেষ হইবে বলিয়া মনে করিয়াছিলাম, কিন্তু তাহা হইল না। আকার, মূল্য ও পৃষ্ঠার সমতা রক্ষা করিতে হইলে বর্গের ও পৃষ্ঠার সমতা রক্ষা করা যায় না। আমরা আকার, মূল্য ও পৃষ্ঠার সমতা রক্ষা করিয়াই এক এক খণ্ড বাহির করিতে চেষ্টা করিব। ক-বর্গের কতক অংশ তৃতীয় খণ্ডে গেল। পূর্ব্ব খণ্ডের ন্যায় এই খণ্ডেও বন্ধুদের মধ্যে অনেকে আমাকে কোন কোন নাম লিখিয়া দিয়া সাহায্য করিয়াছেন, এজন্য তাঁহাদের নিকট বিশেষ কৃতজ্ঞতা জনাপন করিতেছি। ক-বর্গ হইতে ১ পৃষ্ঠা আরম্ভ হইয়াছে, এখন ক্রমাগত তাহাই চলিবে।