ঝঙ্কার/ছায়া ছবি

উইকিসংকলন থেকে

ছায়া ছবি।

বহু দিন পরে কেন এ ভাব আবার,
কেন কর বিড়ম্বন সার?
আঁখিজলে ভেসে যায়,  সে কি তোমা ফিরে চায়,
কেন বৃথা তারে ভাব আর?

ঘৃণা লাজ পরিহরি, ধাও অনিবার,—
হৃদে ধর দুঃখ পারাবার;
সিন্ধুর তীরেতে রসি, কেন খুলি দুটী আঁখি,
নীরবেতে ফেল অশ্রুধার,—
মেটেনিকি প্রাণের সুসার?

অহো! জীবন আমার, সহিবিরে কত,—
বাল্যকাল এবে তোর হত!
পাষাণ বিদরে দাপে,  কত সহিবারে পারে,
ভেঙ্গে যাবে হৃদি শত শত।

উলটি পালটি চিত, সাগর মাঝারে,
ভেসে যায় কোন্‌ স্বর্গপথ?
নাহি পারি প্রবোধিতে;—রুধিতে কি আছে এবে?
জানিনা সে কোন্‌ পৃথিবীত।

মধুর মধুর তান,  প্রাণে সদা জাগে,
জানি না’ক কোথা হ’তে আসে;
স্বরগ মাতায়ে তান,  উঠিতেছে অনুক্ষণ,
সুন্দর সে হৃদয়েতে ভাসে।

আলোকিত, পুলকিত হৃদয় কন্দর,—
শুনি সেই শ্রুতিসুখকর;
আহা!মরিলে কি ভুলি,  কভু সে পরম তুলি,—
মানসে অঙ্কিত বিধাতার!

বীণাপাণি, ধন্যমানি আপনারে আমি,
রচেছিলে শিশুকাল তুমি;
এবে অন্তিম কালেতে,  দেবী রেখ মোরে মনে,—
যাচি আমি চরণ দুখানি।