টম্‌ খুড়ো/মুকুরের নিকট টপসির দণ্ডায়মান

উইকিসংকলন থেকে
মুকুরের নিকট টপসির 'দণ্ডায়মান

 একদা বিবি ফিলি দেরাজের চাবিকাট বিস্মৃতিক্রমে কোথায় রাখিয়াছিলেন, তল্লাস করিয়া না পাওয়ায়, সেই কাটি টপসি হঠাৎ প্রাপ্ত হইয়া দেরাজ উদ্ঘাটন পুরঃসর সমস্ত উত্তম উত্তম বস্ত্র ও শাল প্রভৃতি বাহির করিয়া আপন শীরোপরি তুরকিদের ন্যায় উষ্ণিক বন্ধন করত শাল গাত্রে দিয়া হাতির দন্তনির্ম্মিত ব্যজন হস্তে ধারণ করিয়া মুকুরের নিকট দণ্ডায়মান থাকিয়া আপন অবয়ব সন্দর্শন করিতে ছিল, এমত সময়ে বিবি ফিলি আসিয়া চাবিকাটি চাহিলেন, তাহাতে আমার মনে অতিশয় ভয় হইল, পাছে তিনি রোষপরবশ হইয়া টপসিকে দণ্ড প্রদান করেন।

 এক্ষণে সকল পাঠকেই বিলক্ষণ অবগত আছেন, যে অপরের দ্রাজ খুলিয়া বস্ত্র সকল পরিধান করা অত্যন্ত অবিধেয়, কিন্তু পটসি যে এরূপ করিবে, ইহা কিছু অসম্ভব নহে, যে হেতুক তাহার মাতা তাহাকে অল্কবয়সেই বিক্রয় করিয়াছে, কেই বা তাহাকে লেখাপড়া শিক্ষা দিবে, এবং কেহই বা তাহাকে নীতি উপদেশ প্রদানেো যত্নবান হইচব, যে ব্যক্তি ক্রয় করিয়াছে, তিনি সর্ব্বদাই উহাকে তাড়না করিয়া থাকেন, সুতরাং টপসি যে এমত কদর্য্য আচরণ করিবে তাহা বড় অসম্ভব নহে। আমাদিগের মধ্যে এমত অনেক বালক ও বালিকা আছে যাহারা প্রশংসার ভাজন হইবার নিমিত্ত অপরের রচিত প্রবন্ধ লইযা আপনি লিখিয়াছি, বলিয়া জনসমাজে পরিচয় দিয়া থাকেন, কিন্তু এরূপ মিথ্যা গৌরবে গৌরবান্বিত হইয়া বিস্তর দিন থাকিতে পারেন না, পরে সকলে তদ্বৃত্তান্ত অবগত হইয়া তাহাদিগকে ঘৃণা করে, এবং সেই অমূলক গৌরব একেবারে বিলপু হয়, যেমত টপসির নিকট চাবিকাটি চাওয়ায় তাহার জাক জমক একেবারে ঘুচিয়া গিয়াছিল।