টেমপ্লেট:Bar
অবয়ব
এই টেমপ্লেটটি টেমপ্লেট শৈলী ব্যবহার করে: |
ব্যবহার
[সম্পাদনা]এই টেমপ্লেটটি একটি ইনলাইন সরলরেখা দেয়, কখনও কখনও সংশোধন, অনুপস্থিত পাঠ্য বা একটি অংশের ধারাবাহিকতা চিহ্নিত করতে ব্যবহৃত হয়৷ এটার পরিবর্তে পর পর কতগুলো em - ব্যবহার করবেন না৷ কারণ, কিছু ব্রাউজার বা ফন্টে তা একটি ড্যাশ লাইন আকারে দেখাবে। এই টেমপ্লেট দিয়ে পাতার মাঝবরাবর পৃথককারী লাইনও দেখানো যায় না — সেটার জন্যে {{rule}} ব্যবহার করতে পারেন৷
একটি পরামিতি আছে, যা লাইনটির দৈর্ঘ্যকে "em" এককে বোঝায়, যদি না লিখে দেন তাহলে তার মান ধরে নিবে "6"৷
উদাহরণ
[সম্পাদনা]{{bar}}{{lorem ipsum}}
বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল, ‘ম্যাও!’ কি আপদ! রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা-সোটা লাল টক্টকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট্-প্যাট্ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ‘কি মুশকিল! ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল।’ অমনি বেড়ালটা বলে উঠল, ‘মুশকিল আবার কি? ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাঁক্পেঁকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে।’ আমি খানিক ভেবে বললাম, ‘তা হলে তোমায় এখন কি বলে ডাকব? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল।’ বেড়াল বলল, ‘বেড়ালও বলতে পার, রুমালও বলতে পার, চন্দ্রবিন্দুও বলতে পার।’
<poem> {{bar|3}}অব্যাহত লাইন এখানে একটি সম্পূর্ণ লাইন, যেটি ভালো চলেছে যতক্ষণ না অর্ধেক লাইনে এলো{{bar|3}} </poem>
এখানে একটি সম্পূর্ণ লাইন, যেটি ভালো চলেছে যতক্ষণ না
অর্ধেক লাইনে এলো
কারিগরী
[সম্পাদনা]এই টেমপ্লেটে দুটো "span" ব্যবহৃত হয়, একটি স্ট্রাইক-থ্রু (মাঝে কেটে দেয়া) করতে এবং আরেকটি তার মধ্যে অদৃশ্য em-ড্যাশ দিতে। এর নিম্নোক্ত সুবিধাগুলো আছে:
- এটাতে (in HTML 4.01)—এ বাদ দেয়া এবং (in HTML 5)—এ নতুন করে সংজ্ঞায়িত <s> ট্যাগ ব্যবহৃত হয় না৷
- কপি—পেস্ট করলে em-ড্যাশ (—) আসে ফাঁকা স্পেসের বদলে
- যদি CSS উপলভ্য না থাকে বা নিষ্ক্রিয় থাকে তবে em-ড্যাশ দেখাবে
আরও দেখুন
[সম্পাদনা]- {{rule}}
উপরোক্ত নথিটি টেমপ্লেট:Bar/নথি থেকে প্রতিলিপ্ত। (সম্পাদনা | ইতিহাস) ব্যবহারকারীগণ খেলাঘর (তৈরি করুন | আয়না) এবং পরীক্ষা পাতায় (তৈরি করুন) এই টেমপ্লেট সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। দয়া করে /নথি উপপাতায় বিষয়শ্রেণী যোগ করুন। এই টেমপ্লেটের উপপাতাসমূহ। |