ডমরু-চরিত
ডমরু-চরিত-কথা অমৃত সমান।
স্বয়ং ডমরু ভণে শুনে ভাগ্যবান্॥
প্রথম সংস্করণ।
সন ১৩৩০ সাল।
প্রাপ্তিস্থান,—
বঙ্গবাসী কার্য্যালয়, ৩৮।২ নং ভবানীচরণ
দত্ত ষ্ট্রীট, কলিকাতা।
কলিকাতা ৩৮।২নং ভবানীচরণ দত্ত ষ্ট্রিট, “বঙ্গবাসী ইলেকট্রো মেসিন যন্ত্রে"
শ্রীনটবর চক্রবর্তী দ্বারা মুদ্রিত ও প্রকাশিত।
প্রকাশকের নিবেদন ।
বঙ্গের প্রসিদ্ধনামা লেখক পরলোকগত ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মহাশয়ের কয় বৎসরের পূজার “বঙ্গবাসী”তে প্রকাশিত সাতটি ডমরুধরের গল্প একত্র করিয়া এই “ডমরু-চরিত” গ্রন্থ প্রকাশিত হইল। মুখোপাধ্যায় মহাশয়ের সেই সর্ব্বজনবিদিত হাস্য-কৌতুকময় অথচ শিক্ষাপ্রদ নূতন গল্প আর প্রকাশিত হইবার আশা নাই, সেইজন্য মুখোপাধ্যায় মহাশয়ের পুস্তকাকারে অপ্রকাশিত এই সাতটি “বঙ্গবাসী”র পূজার ডমরুধরের গল্প আমরা পুস্তকাকারে প্রকাশ করিলাম। এই সকল গল্পে “বঙ্গবাসী”তে যে সমস্ত ছবি বাহির হইয়াছিল, সে সমস্ত ছবিও এই পুস্তকে সন্নিবিষ্ট হইল। এখন বাঙ্গালী এই পুস্তক পাঠ করিয়া মুখোপাধ্যায় মহাশয়ের অভাব কথঞ্চিৎ লাঘব বোধ করিলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয়। এই উদ্দেশ্যেই মুখোপাধ্যায় মহাশয়ের পুত্রের নিকট হইতে এই গ্রন্থের প্রথম সংস্করণের স্বত্ব ক্রয় করিয়া এই গ্রন্থ প্রকাশ করা হইল। ইতি—
বঙ্গবাসী আপিস,
১৩ই আশ্বিন, ১৩৩০ সাল ।
|
|
|
সূচীপত্র

এই লেখাটি ১ জানুয়ারি ১৯৩০ সালের পূর্বে প্রকাশিত এবং বিশ্বব্যাপী পাবলিক ডোমেইনের অন্তর্ভুক্ত, কারণ উক্ত লেখকের মৃত্যুর পর কমপক্ষে ১০০ বছর অতিবাহিত হয়েছে অথবা লেখাটি ১০০ বছর আগে প্রকাশিত হয়েছে ।