ডিটেক্টিভ পুলিস (প্রথম কাণ্ড)
ডিটেক্টিভ পুলিস।
প্রথম কাণ্ড।
ডাক্তার বাবু।
[সত্যঘটনা অবলম্বনে লিখিত]
শ্রীপ্রিয়নাথ মুখোপাধ্যায় প্রণীত ।
দ্বিতীয় সংস্করণ!
কলিকাতা।
সিক্দার বাগান বান্ধব পুস্তকালয় ও
সাধারণ পাঠাগার হইতে
শ্রীবাণীনাথ নন্দী কর্তৃক প্রকাশিত ।
সন ১৩০০ সাল।
Printed by Haridas Dey, at the
HINDU PRESS,
61, Aheruollah Street, Calcutta
বিজ্ঞাপন।
“ডিটেক্টিভ পুলিস” ইতিপূর্ব্বে “বিজলী” নামক সাপ্তাহিক পত্রিকায় সপ্তাহে সপ্তাহে প্রকাশিত হইত। কিন্তু তাহাতে যে পরিমাণে প্রকাশিত হইত, তাহাতে পাঠকগণের পরিতৃপ্তি হইত না বলিয়া পুস্তকাকারে প্রকাশ করিবার জন্য অনেকে অনুরোধ করেন। তাঁহাদের অনুরোধেই অল্প সময়ের মধ্যে ইহার প্রথম কাণ্ড প্রকাশিত হইল। ইহা স্বকপোলকল্পিত গল্প নহে। সমস্তই সত্য ঘটনা অবলম্বনে লিখিত।
|
জয়রামপুর ২৫ কার্ত্তিক, শকাব্দা ১৮০৯।
|
|
শ্রীপ্রিয়নাথ শর্ম্মা। |
দ্বিতীয়বারের বিজ্ঞাপন
এই পুস্তক প্রকাশিত হইবার পরই সাধারণে উৎসাহ ও আগ্রহের সহিত ইহা পাঠ করিয়া আমাকে যেরূপ উৎসাহ প্রদান করেন, তাহা বর্ণনাতীত। ভরসা করি, এবারও আমি সেইরূপ উৎসাহ প্রাপ্ত হইব।
পাঠকের মধ্যে অনেকে প্রথমেই পুস্তকের সমালোচনা দেথিয়া পরিশেষে সেই পুস্তক পাঠ করেন বলিয়া এই পুস্তক সম্বন্ধে কয়েকখানি সংবাদ পত্রের মতামত প্রথমেই প্রকাশিত হইল। ভরসা করি, পাঠকগণ কেবল সমালোচনা না পড়িয়া এই পুস্তকের আদ্যোপান্ত পাঠ করিবেন।
এই পুস্তক অসম্পূর্ণ; কারণ এই পুস্তকের নায়ক এখনও জীবিত। সুতরাং তিনি তাঁহার কত দুষ্ক্রিয়ার যতই পরিচর দিবেন, তাঁহার জীবিতকাল পর্য্যন্ত সংস্করণে সংস্করণে এই পুস্তকের আকারও ক্রমে বৃদ্ধি হইবে। এই নিমিত্তই এবার এই পুস্তকের আকার বর্দ্ধিত হইল; কিন্তু মূল্য যেরূপ ছিল, সেইরূপই রহিল।
|
জয়রামপুর শকাব্দা ১৮১৫।
|
|
শ্রীপ্রিয়নাথ শর্ম্মা। |
ভূমিকা।
সদ্গুণ-ভূষিত মহৎ-লোকের জীবনী বা তাঁহার জীবনের কার্য্যকলাপ সাধারণের আদর্শীভূত হইয়া যেমন শিক্ষাপ্রদ হয়, বহুদোষাকর ঘৃণিত লোকের লোক-বিগর্হিত ভয়ানক পাপকার্য্য সকলও সেইরূপ সাধারণের সম্মুখে স্থাপিত করিয়া প্রত্যক্ষীভূত করাইতে পারিলে, তদ্দ্বারা তাহাদের পাপের প্রতি ঘৃণা শতগুণ বর্দ্ধিত হইতে পারে। এই অভিপ্রায়ে বিলাতে অনেক ভয়ানক দুর্দ্দান্ত দস্যু ও সুচতুর প্রতারকদিগের জীবনী, বা জীবনের কার্য্য-প্রণালী প্রকাশক পুস্তক, বিস্তর আছে। আমাদের দেশে অধুনা অনেকগুলি মহল্লোকের জীবনী বাঙ্গালা ভাষায় প্রচারিত আছে এবং হইতেছে; কিন্তু কোন অসাধুলোকের জীবন-বৃত্তান্ত বা কার্য্য-বৃত্তান্ত এ পর্য্যন্ত কেহই প্রকাশিত করিতে অগ্রসর হয়েন নাই। আমি সেই অভাব কথঞ্চিৎ মোচন করিবার অভিপ্রায়ে একটী প্রভু-ভ্রাতা দ্রোহী, নষ্ট-প্রকৃতি অথচ সুচতুর বুদ্ধিমানের কতিপয় কার্য্যকলাপ যথাযথভাবে সন্নিবেশিত করিয়া এই পুস্তকখানি লিখিতে অগ্রসর হইয়াছি এবং ক্রমে এইরূপ পথে আরও প্রবেশ করিতে সচেষ্ট থাকিব। এক্ষণে সাধারণের নিকট প্রার্থনা যে, তাঁহারা যেন আমার এই নূতন উদ্যমে আমাকে উৎসাহিত করিয়া বাঙ্গালা ভাষার পুষ্টিসাধন পক্ষে যেন অধিকতর সহায় হন।
এখানি আত্ম-জীবনী (Auto-biography) ধরণে লিখিত হইয়াছে। বস্তুতঃ ইহা রীতিমত আত্মজীবনী পদবাচ্য হইতে পারে না। কারণ একটী জীবনের সম্পূর্ণ ঘটনাবলী ইহাতে নাই। যাঁহার জীবনের কতিপয় কার্য্যকলাপ ইহাতে বিবৃত হইয়াছে, তিনি এখনও জীবিত এবং ইহাতে তাঁহার কেবলমাত্র পাপকার্য্যগুলি প্রদর্শিত হইয়াছে। তিনি জীবনে যদি কোন সৎকার্য্য করিয়া থাকেন, তাহা ইহাতে প্রকাশ নাই। এই সকল কারণে সাধারণে যেন ইহাকে রীতিমত জীবনী ভাবে ধরিআ না লয়েন। তবে ইহাতে যে পূর্ব্বোক্ত উদ্দেশ্য কতক পরিমাণে সাধিত হইতে পারিবে, তাহাতে অণুমাত্র সন্দেহ নাই।
সূচীপত্র
এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯৩০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।
লেখক ১৯৪৭ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৭৫ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।