তীর্থরেণু/'যোগ্যং যোগ্যেন'
অবয়ব
‘যোগ্যং যোগ্যেন’
উজ্জ্বল সোনা, রক্ত প্রবাল,
অমল মুকুতা ফল,—
কাহারো জনম খনির গর্ভে,
কাহারো সিন্ধুজল;
তবু একদিন হয় এক ঠাঁই,
মিলি’ জহুরির ঘরে
পরস্পরের বিচিত্র শোভা
বাড়ায় পরস্পরে।
‘যোগ্যের সাথে মিলিবে যোগ্য’
সনাতন এ বিধান,
কুলমর্য্যাদা কি করিতে পারে?
কিবা করে ব্যবধান?
কণ্ণ গনর।