তীর্থরেণু/গুপ্তপ্রেম
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
গুপ্তপ্রেম
হিয়ার মাঝারে প্রাণ কাঁদে মোর
খেদে দু'নয়ন ঝুরে;
বঁধুতে আমাতে হ’ল না মিলন,
চিরদিন দুরে দুরে।
মন্দ লোকের সন্দেহে ধিক্,
বিধাতা জানেন মন,
চক্ষের দেখা দেখিতে পাবনা
তাই ভাবি অনুখন।
কুরেনবার্গ।