তীর্থরেণু/ঘুম-ভাঙা
অবয়ব
ঘুম-ভাঙা
(তামিল ছড়া)
আহা, আহা ‘আ-ঈ’!
আহা মরে যাই,
কচি আঙুল ঘুরুণি,
বাছ, পরাণ জুড়ুনি,
কে বেড়াবে হামা দিয়ে,
কে বেড়াবে দাওয়ায়,
কে খেল্বে ধুলো নিয়ে
ছাঁচতলাটির ছাওয়ায়!
আহা আহা ‘আ-ঈ’
ঘুম ভেঙেছে, মায়ি!
মুক্তো ঘেরা টোপর মাথায়
কে দেয় রে হামা?
চুমু দিয়ে জাগিয়ে দিলেন
মায়ের ভাই মামা।
আহা, আহা ‘আ-ঈ’
আহা মরে যাই,
কিছু ভাল লাগছে নাকো
দুধটি এখন চাই।
রাঙা পলার মালা গলায়,
গায়ে জরির জামা,
দুধ খাওয়াতে জাগিয়ে দিলেন
মায়ের ভাই মামা।
আহা, আহা ‘আ-ঈ’
একটি চুমু খাই,
থোকায় কোলে ক’রে মোরা
নেচে নেচে যাই;
দুধটি থেয়ে কল্কলাবি,—
‘বকুম্ বকুম্’ বোল্;
বড় আমোদ হয়রে তোমার
পেলে মামার কোল।