বিষয়বস্তুতে চলুন

তীর্থরেণু/তান্‌কা/২

উইকিসংকলন থেকে

(২)

ঝিঁ ঝি ডাকা শীত!
একা জাগি বিছানায়;
কাঁপিতেছে হৃৎ,
কাছে কেহ নাহি, হায়;
ধরণী তুষারে ছায়।

গোকু।