তীর্থরেণু/দুঃখলোপী মিলন

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
দুঃখলোপী মিলন

(রাবেয়া)

প্রভু! আমি কেমনে বুঝাব
আমার সে প্রাণের বেদন?
নয়ন, তোমার আবির্ভাবে,
হয় যে গো উৎসবে মগন!
প্রভাতে উদিলে দিননাথ
মলিন কি রহে শতদল?
পাই যবে তোমার সাক্ষাৎ
আপনি লুকায় আঁখিজল!