তীর্থরেণু/দুপুরে
অবয়ব
দুপুরে
দুপুরে,—সোনার করে
ঝাপসা বাতাস ভরে,
কড়ি-পোকাগুলি তায়
ইতি উতি ফর্কায়;
চির প্রশান্ত গ্রাম,
ঘটনার নাহি নাম।
তাচিবানে-নো-মাসাতো।
দুপুরে,—সোনার করে
ঝাপসা বাতাস ভরে,
কড়ি-পোকাগুলি তায়
ইতি উতি ফর্কায়;
চির প্রশান্ত গ্রাম,
ঘটনার নাহি নাম।