তীর্থরেণু/নশ্বর

উইকিসংকলন থেকে

নশ্বর

(প্রাচীন মিশর)

আপনি আপন সমাধি-ভবন নিরমিল যারা
রাখিতে দেহ,
আজি তাহাদের সে দেহ কোথায়? চিনু খুঁজিয়া
পায় না কেহ!
কোথা তাহাদের কীর্ত্তি-কাহিনী? আজি কোন্ জন
জানে বা তাহা?
কত শ্লোক আজ মুখে মুখে ফিরে, কার সে রচনা
জানি নে, আহা!
ভেঙেছে প্রাচীর রাজ-সমাধির, হায় এন্তেফ!
হায় গো প্রভু!
ভিত্তি তাহার খুঁজে পাওয়া ভার, যেন সে ছিল না,-
হয় নি কভু।