বিষয়বস্তুতে চলুন

তীর্থরেণু/পল্লব

উইকিসংকলন থেকে

পল্লব

“বোঁটার বাঁধন টুটে
কোথা চলেছিস্ ছুটে?
ওরে ও শুষ্ক পাতা?”
হায় আমি জানি না তা’!
ছিনু যে বটের শাখে
ঝড় লেগেছিল তাকে,

সে অবধি মোরে, হায়,
বাতাস ফিরায় পায়;—
দখিনে ও উত্তরে,
বনে ও বনান্তরে;
মাঠে, পাহাড়ের কোলে,—
অস্থির করে তোলে!
আমি চলি সেইখানে
বাতাস যে দিকে টানে;
শঙ্কায় নাহি মরি,
অনুযোগ নাহি করি।
আমি চলি সেই দেশে,
যেখানে সকলি মেশে,—
রাঙা গোলাপের দল,—
'লরেল্‌' সুশ্যামল।

আর্ণৎ।