বিষয়বস্তুতে চলুন

তীর্থরেণু/পূর্ণ-মিলন

উইকিসংকলন থেকে

পূর্ণ-মিলন‌

চেয়ে থাক, চেয়ে থাক; চেয়ে, চেয়ে, চেয়ে,—
যার পানে চেয়ে আছরি রূপে ছেয়ে
যা তনু মন প্রাণ; হও তন্‌ময়,
‘তোমার’ ‘আমার’ ভেদ হয়ে যাক্ ক্ষয়;—
‘চাওয়া’ হয়ে যাক্ ‘হওয়া’। নিস্পন্দ, নির্ব্বাক্,
ক্ষীরে নীরে মিলি মিশে এক হ’য়ে যাক্।
যে অবধি ‘দুই’ আছে, হায় ততক্ষণ
রয়েছে বিচ্ছেদ ভয়, রয়েছে ক্রন্দন।
পরম প্রেমের পুরে যেই পশিয়াছে,—
সে জানে একের ঠাঁই সেথা শুধু আছে;
দুই মিলে এক হ’লে তবে সে মিলন
সম্পূর্ণ সুন্দর হয়;—সার্থক জীবন।

জামি।