তীর্থরেণু/প্রেম-পত্রিকা
অবয়ব
প্রেম-পত্রিকা
প্রকৃতি-মধুরা, মুখে হাসি ভরা, ভিতরে বাহিরে মধু!
রূপ-দেবতার প্রতিমা তুমি গো, গঠিত অমৃতে শুধু!
সুল্তানা! আমি গোলাম তোমার, বাঁধা আছি হাতে গলে,
রাখিতে, মারিতে, বিক্রি করিতে পার গো ইচ্ছা হ’লে।
ওই অধরের সুধা পান করি’ আয়ু হ’ল অক্ষয়,
অমৃত-কূপের সন্ধান জেনে মরণে কি আর ভয়?
স্বাদু ও সরস নাহি চাহি যশ, তুমি রাখ হাতে হাত,
রাজা বিনা কার এমনটা ঘটে? আর কেবা হয় মাত্?
কপোতের মত শুভ্র আমার ক্ষুদ্র এ চিঠি খানি,
পাখনা মুড়িয়া চলিল উঠিয়া তোমারি সমীপে, রাণী!
এমন একটা কিছু করা চাই শীঘ্র না ভোলে লোকে,
সাবাস নেজাতি, তোম্—তানা-নানা, হাসি যে উছলে চোখে!
নেজাতি।