তীর্থরেণু/শুভ যাত্রা
অবয়ব
শুভ যাত্রা
প্রভুরে তোর স্মরণ ক'রে
যাত্রা করিস্ মন!
প্রভুর নামে রিক্তাতিথি
মিলায় কাম্য ধন;
মাহেন্দ্র যোগ ঐ যে তোমার,
ক্ষতি-ক্ষয়ের ভয় কোথা আর?
তুকা কয় প্রভুর সেবায়
সদাই শুভক্ষণ।
তুকারাম।
শুভ যাত্রা
প্রভুরে তোর স্মরণ ক'রে
যাত্রা করিস্ মন!
প্রভুর নামে রিক্তাতিথি
মিলায় কাম্য ধন;
মাহেন্দ্র যোগ ঐ যে তোমার,
ক্ষতি-ক্ষয়ের ভয় কোথা আর?
তুকা কয় প্রভুর সেবায়
সদাই শুভক্ষণ।