বিষয়বস্তুতে চলুন

তীর্থ-সলিল/নিশীথে

উইকিসংকলন থেকে

নিশীথে।

কতদিন নীরব নিশীথে,
নিদ্রা যবে নাগপাশে বাঁধিবারে চায়,
স্মৃতি এসে জাগায় চকিতে
যে দিন গিয়েছে তা’রে নবীন আভায়;

সেই হাসি, অশ্রু, গীতি,
সেই কৈশোরের স্মৃতি,
প্রণয় নিয়ত কত নাচা’ত হিয়ায়;
যে চোখে জ্বলিত জ্যোতি
আজি সে মলিন অতি,
ভেঙে গেছে ফুল্ল প্রাণ এবে নিরাশায়!
এমনি রে নীরব নিশীথে,
ঘুমের বাঁধন যবে বাঁধিবারে চায়,
দুখ-স্মৃতি জাগায় চকিতে
অতীত দিনের ছবি নবীন আভায়!
মনে পড়ে যখন আবার,—
অটুট বাঁধনে বাঁধা বন্ধু সমুদায়,
একে একে সম্মুখে আমার
শিশিরে পল্লব সম ঝরে গেছে হায়,—
মনে হয় যেন আমি
একাকী মন্দিরে ভ্রমি’
উৎসবান্তে যবে সবে লয়েছে বিদায়,—
শুকায়েছে ফুল হার,
প্রদীপ জ্বলে না আর,
একা আমি,—আর কেহ নাহিক হেথায়
এমনি গো নীরব নিশীথে,
নিদ্রা যবে নাগপাশে বাঁধিবারে চায়,

স্মৃতি এসে জাগায় চকিতে
অতীত দিনের ছবি নবীন আভায়।

মূর।