বিষয়বস্তুতে চলুন

তীর্থ-সলিল/মেঘের প্রতি

উইকিসংকলন থেকে

মেঘের প্রতি।

আরো গম্ভীরে ডাক তুমি মেঘ, ডাক গম্ভীর স্বরে,
তোমার প্রসাদে পরাণ আমার অনুরাগ-রসে ভরে;
নিবিড় পরশ-হরষ-আবেশে ঘন রোমাঞ্চ হয়,
নব-বিকশিত নীপের পুলক জাগে সারা তনুময়।
শূদ্রক।