দানবদলন কাব্য
দানবদলন কাব্য।
শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়
প্রণীত।
কলিকাতা;
ভবানীপুর, সাপ্তাহিক সংবাদ যন্ত্রে
শ্রীব্রজমাধব বসু কর্ত্তৃক মুদ্রিত।
১২৭৯।
কাব্যশাস্ত্রের অনুশীলনে আমাকে উৎসাহ দেওয়া দূরে থাকুক, লোকের বিদ্রূপ গল্পনায় মন গঞ্জনায় সর্ব্বদাই অস্থির। আমি এই সংসারে আর কাহার ধার ধারি না, যে মহাত্মার উৎসাহ ও প্রযত্নে এই কাব্য জনসমাজে প্রকাশিত করিতে সাহসী হইলাম, সময়ান্তরে তাঁহার গুণানুকীর্ত্তন করিব, ইচ্ছা রহিল। কাব্য সময়ের রসাস্বাদন শক্তির ক্রীড়াস্থল হইল, আমি কেবল তাহার আলোচনা সুখেই সুখী।
১২৭৯ সাল
১৫ই চৈত্র।
|
|
শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়। |
সূচীপত্র
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত বলে অনুমান করা হচ্ছে কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।
বিঃদ্রঃ এই লেখা/রচনা/বইয়ের লেখকের মৃত্যুসাল কোনও তথ্যসূত্র দ্বারা প্রতিষ্ঠিত নয়। ভবিষ্যতে কোনো তথ্যসূত্র দ্বারা লেখকের মৃত্যুসাল সংক্রান্ত তথ্য প্রকাশে এলে, এই লেখকের রচনার প্রকৃত কপিরাইট অবস্থা যাচাই করা সম্ভব হবে। নতুন তথ্য অনুসারে এই বইটির কপিরাইট অবস্থা ভবিষ্যতে বিচার করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনের অন্তর্গত কারণ এই লেখাটি ১লা জানুয়ারি ১৯২৯ সালের আগে প্রকাশিত। এই লেখাটি আমেরিকা যুক্তরাষ্ট্রের বাইরে কপিরাইটেড হতে পারে। (বিস্তারিত জানার জন্য এই সাহায্য পাতা দেখুন)।