ধূলিরাশি/স্নেহের ভগিনী আমার (শুভ জন্মদিন উপলক্ষে)

উইকিসংকলন থেকে

স্নেহের ভগিনী আমার।

(শুভ জন্মদিন উপলক্ষে।)

চিরদিন সুখে,
হাসি রাশি মুখে,
  বরষ কাটিয়া যাক্।

চপল নয়নে,
উজল আননে,
  ঊষার হাসিটি থাক্।

সম উপহার,
এ চুল আমার,
  দিতেছি ভগিনি তোরে


সামান্য এ চুল,
সরুলতা ফুল,
  লবে কি যতন করে?

দূর ভবিষ্যতে
জীবনের পথে,
  হইবে তোমার সাথী।

নীরব ভাষায়,
শুনা’বে তোমায়,
  বিগত স্নেহের গীতি।

অযোগ্য এ চুল,
স্নেহ যে বিপুল,
  দিতেছি তাহারি সনে।

অযোগ্যতা বলে,
জগত ভুলিলে,
  তুই কি রাখিবি মনে?