ধূলিরাশি/“চাহিলে পাইবে”

উইকিসংকলন থেকে

“চাহিলে পাইবে।”

"Ask, and ye shall receive,, that your joy may be full.”

JOHN, xvi 24.

অবারিত স্বর্গদ্বার আমার তরেতে,
 আমি আর নহি যে আমার।
ধুয়েছেন পুণ্যময় পুণ্য রুধিরেতে,
 অনুগ্রহ করিয়ে অপার॥

বিনামূল্যে পরিত্রাণ করেছি গ্রহণ,
 যীশুরক্তে ক্রীত এহৃদয়।
জীবনের ত্রাণ-রবি উদিত এখন,
 দূরে গেছে আঁধার সংশয়॥


“চাহিলে পাইবে,”—এই নূতন নিয়ম,
 প্রচারিত হয়েছে জগতে।
যীশুর স্নেহের স্বর, দয়া অনুপম,
 শুনিয়াই এসেছি ত্বরিতে॥

আপন যাথার্থ্য নহে, তোমারি দয়ায়,
 দয়াময়, ভরসা রাখিয়ে।
সকল যোগ্যতাহীন, আমি পাপময়,
 আসিয়াছি সাহস করিয়॥

দারুণ যাতনা ভোগ, অপাপ শরীরে,
 করিয়াছ প্রভো হে আমার।
মৃত্যুর দংশন এবে গিয়াছে সুদূরে,
 মৃত্যু নাহি মম তরে আর॥

ডাকিবেন যীশু যবে, যাইব চলিয়ে,
 ভুলে যা’ব জগত সংসার।
ভুলিব সকলি, শুধু থাকিবে হৃদয়ে,
 যীশু-নাম আনন্দ অপার॥