নির্ঘণ্ট আলাপ:প্রবাসী (প্রথম ভাগ).djvu

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিসংকলন থেকে

হৃষিকেশবাবু আপনি দেখলাম আপলোড করলেন। আমি কালই এইটি DLI থেকে ডাঊনলোড করেছি, কিন্তু আপনার দেওয়া প্রচ্ছদটি তো দেখলাম না? প্রচ্ছদটি রঙ্গীন ও বেশ ভাল। কৌতুহল রইল , আপনি কি অন্য কোনো উৎস থেকে পেয়েছেন? যাই হোক আমি আবার তত্ত্ববোধিনি ও বামবোধিনী ও বঙ্গদর্শন নামিয়ে ফেলেছি, শুধু এখানে আপ্লোড করা বাকি।Jayantanth (আলাপ) ১৫:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

@Jayantanth: এই ফাইলের ভাল উৎস আপনার আলাপ পাতায় আগেই দিয়েছি৷ প্রচ্ছদটা পেয়েছি ইংরেজি উইকিপিডিয়া থেকে৷ Hrishikes (আলাপ) ১৭:১৪, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes:, হ্যা আপনার দেওয়া লিঙ্কগুলি দেখেছি, তবে ওখানের বেশির ভাগ বই কপিরাইট আওতার মধ্যে আছে। আর বইগুলিতে ওয়াটার মার্ক থাকে। I hate watermark book. যাই হোক, তবে লিঙ্কগুলি বেশ ভালই কাজে লাগবে। Jayantanth (আলাপ) ১৭:৪৯, ২৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Jayantanth: আপনার আলাপ পাতায় দেওয়া Cross Asia Repository linkগুলোতে আপনি কোথায় watermark দেখলেন? ওর মধ্যে একটা link সাময়িকপত্রের, যাতে আছে বিপুল সম্ভার এক জায়গায়৷ এই নির্ঘণ্টের নির্দিষ্ট link নির্ঘণ্ট পাতায় দিয়েছি৷ প্রথমাংশের ছবিযুক্ত পাতাগুলি তা থেকে নেওয়া৷ ছবি ওতে ভাল হলেও পাতার margin পড়তে অসুবিধা, তাই শেষাংশ পুরোপুরি DLI থেকে দিয়েছি৷ যাই হোক, আমি সাময়িকপত্রের একটা portal বানিয়েছি, ওতে header লাগিয়ে ও উপযুক্ত portal শ্রেণীবিভাগ সমেত একটা সুষ্ঠু রূপ দেওয়া যায় কিনা দেখতে পারেন৷ Portal-এর বাংলা প্রবেশদ্বার বড্ড খটমট৷ তোরণ হলে ভাল হত৷ আপনার প্রতিলিপ্তকরণ নিয়েও আমার আপত্তি আছে৷ প্রতিলিপ্ত একটা participle, তার সঙ্গে কোন প্রত্যয় ছাড়া করণ লাগানো যেতে পারে কি? হতে পারত প্রতিলিপ্তীকরণ, স্পষ্টীকরণের মত৷ Transcription-এর ভাল বাংলা হতে পারে প্রতিলিপিকরণ বা পরিলেখন৷ Transclusion Wikimedia-র নিজস্ব শব্দ, একে লেখা যেতে পারে পরিভুক্তি (Trans=পরি, যেমন transport = পরিবহণ; clusion = ভুক্তি, যেমন inclusion = অন্তর্ভুক্তি)৷ Hrishikes (আলাপ) ০১:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@Hrishikes:, দুঃক্ষিত, আমি একটু ভুল করে ফেলেছি, আমি আসলে এই http://www.xossip.com/showthread.php?t=1309123 লিঙ্কটার বইগুলির ওয়াটার মার্কের কথা বলতে চেয়েছিলাম। Cross Asia Repository linkগুলোতে কোনো ওয়াটার মার্ক থাকবে না, কারন ঐগুলি লাইব্রেরি নিজে করেছে। Jayantanth (আলাপ) ০৩:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]