নীতিকণা/আকাঙ্ক্ষা

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

আকাঙ্ক্ষা

জ্ঞানের অমূল্য খনি করিতে খনন,
পরিশ্রমে কাতর না হব কদাচন।
বিদ্যার আলোকে তায় প্রবেশ করিব,
অবিলম্বে মহামূল্য রতন পাইব।
নৃপতি মুকুটস্থিত উজ্জ্বল রতন,
জ্ঞান-রতনের সম নহে কদাচন।
কর্ত্তব্য সাধিতে সদা হ’ব অগ্রসর,
ধর্ম্মের সরল পথে র’ব নিরন্তর।
সুকাজ করিব সদা হ’য়ে যত্নবান্‌,
তা হ’লে এ ধরা হ’বে স্বর্গের সমান।
আত্মীয় স্বজনগণে কভু না ছাড়িব।
কদাপি জনম-স্থান ত্যাগ না করিব,

জনম-ভূমির তরে করিয়া সমর,
বিসর্জ্জিতে ধন-প্রাণ হ’ব না কাতর।
তাহার উন্নতি তরে যতন করিব,
তাহ’লে কীর্ত্তির উচ্চ শৈলে আরোহিব।
স্বদেশের ইতিহাসে র’বে মোর নাম,
তাহ’লে হইবে মোর পূর্ণ মনস্কাম।