নেতাজীর জীবনী ও বাণী/আদর্শ চাই
অবয়ব
(পৃ. ১১৩)
আদর্শ চাই
মানুষের সমস্ত প্রাণ যদি উদ্বুদ্ধ করিতে হয় তার প্রত্যেক রক্তবিন্দুর মধ্যে যদি মৃতসঞ্জীবনী সুধা ঢালিতে হয়, তার অন্তর্নিহিত শক্তির যদি স্ফুরণ ঘটাইতে হয় তবে একটা মহত্তর আদর্শের আস্বাদ তাহাকে দেওয়া চাই।