নেতাজীর জীবনী ও বাণী/কি চাই?

উইকিসংকলন থেকে

কি চাই?

 আমরা সংস্কার চাই না—মূলগত (সামাজিক ও রাষ্ট্রীয়) রূপান্তর চাই। আমাদের স্বাধীনতার অর্থ —সকল প্রকার বন্ধন হইতে মুক্তি। আমাদের জীবনের সকল ক্ষেত্রেই সম্পূর্ণ স্বাধীনতা চাই—রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা। নরনাৱী নির্ব্বিশেষে প্রত্যেক মানবেরই একটা জন্মগত সাম্য আছে। তাহাকে বিকশিত করিবার, সকল সুযোগই দিতে হইবে।