নেতাজীর জীবনী ও বাণী/তরুণের ধর্ম্ম

উইকিসংকলন থেকে

তরুণের ধর্ম্ম

 তরুণদের একটা বিশিষ্ট ধর্ম্ম আছে; যাহা নূতন, যাহা সরস, যাহা অনাস্বাদিন—তাহারাই উপাসক আমরা। আমরা আনিয়া দিই পুরাতনের মধ্যে নূতনকে, জড়ের মধ্যে চঞ্চলকে, প্রবীণের মধ্যে নবীনকে এবং বন্ধনের মধ্যে অসীমকে, আমরা অনন্তপথের যাত্রী বটে কিন্তু আমরা অচেনা পথই ভালবাসি—অজানা ভবিষ্যতই আমাদিগের নিকট অত্যন্ত প্রিয়। আমরা চাই “right to make blunders”...এখানে আমাদের গর্ব্ব। যৌবন সর্ব্বকালে সর্ব্বদেশে সৃষ্টিছাড়া ও লক্ষ্মীহারা। অতৃপ্ত আকাঙ্ক্ষার উন্মাদনায় আমরা ছুটিয়া চলি—বিজ্ঞের উপদেশ শুনিবার পর্যন্ত অবসর আমাদের নাই, ভুল করি, ভ্রমে পড়ি, আছাড় খাই কিছুতেই আমরা উৎসাহ হারাই না, আমাদের তাণ্ডবলীলার অন্ত নাই—আমরা অবিরাম গতি।

 এতদিন পরে আমরা তরুণরা নিজের শক্তি বুঝিয়াছি, নিজের ধর্ম্ম চিনিয়াছি। এখন আমাদের শাসন করে কে? তরুণের প্রমুপ্ত আত্মা যখন জাগরিত হইয়াছে তখন জীবনের মধ্যে সকল ক্ষেত্রে যৌবনের রক্তিমরাগ আবার দেখা দিবে।