নেতাজীর জীবনী ও বাণী/দেশের জন্য দুঃখ ভোগ

উইকিসংকলন থেকে

দেশের জন্য দুঃখভোগ

 Sufferingএর মধ্যে বুঝি শুধু কষ্টই আছে কিন্তু এ কথা সত্য নয়। Suffering এর মধ্যে কষ্ট যেমন আছে তেমন অপার আনন্দও আছে। এই আনন্দবোধ যার হয়নি তার কাছে কষ্ট শুধু কষ্টই। সে ব্যক্তি দুঃখ কষ্টের নিষ্পেষণে অভিভূত হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি দুঃখ কষ্টের ভিতর একটা অনির্ব্বচনীয় আনন্দের আস্বাদ পেয়েছে তার কাছে Suffering একটা গৌরবের জিনিষ। সে দুঃখকষ্টের চাপে মুমূর্ষু না হয়ে আরও শক্তিমান ও মহীয়ান হয়ে উঠে।......যে ব্যক্তি কোনও মহান আদর্শকে নিঃস্বার্থভাবে ভালবাসার দরুণ দুঃখ যন্ত্রণা পায় তার কাছে দুঃখ ক্লেশ অর্থহীন নয়। দুঃখ তার কাছে রূপান্তরিত হয়ে আনন্দ বলে প্রতীয়মান হয় এবং সেই আনন্দ অমৃতের মত শিরায় শিরায় শক্তি সঞ্চার করে। আদর্শের চরণে যে আত্মসমর্পণ করলে পারে সেই কেবল জীবনের অর্থ বুঝতে পারে এবং জীবনের অন্তর্নিহিত রসের সন্ধান পায়।

 .........নীলকণ্ঠকে যে আদর্শ করে যে ব্যক্তি বলতে পারে আমার মধ্যে আনন্দের উৎস খুলে গেছে তাই আমি সংসারের সকল দুঃখ কষ্ট নিজের বুকের মধ্যে টেনে নিতে পারি যে ব্যক্তি বলতে পারে আমি সব যন্ত্রণা ক্লেশ মাথায় তুলে নিচ্ছি কারণ এর ভিতর দিয়ে আমি সত্যের সন্ধান পেয়েছি সে ব্যক্তিই সাধনায় সিদ্ধ হয়েছে।