নেতাজীর জীবনী ও বাণী/নেতাজীর জন্মদিবসে শাহ নওয়াজের বাণী
অবয়ব
(পৃ. ১৩০)
নেতাজীর জন্মদিবসে শাহ নওয়াজের বাণী
মুক্ত আজাদি সৈন্যদের কর্ত্তব্য—জাতীয় জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ও সংগঠন করা, সাম্প্রদায়িক বৈষম্য দূর করা। ভারতের জাতীয় কংগ্রেস আমার শরীরের অস্থিমজ্জার সমান। আমর চল্লিশকোটী ভারতবাসীর সেবক। সর্ব্বপ্রকার ভেদ বৈষম্য ভুলিয়া স্বাধীনতা সংগ্রামকে সফল করিব। আজ নেতাজী আমাদের মধ্যে নাই। এতদিন আমরা অস্ত্র লইয়া যুদ্ধ করিয়াছি, এখন আমরা মহাত্মাজীর নেতৃত্বাধীনে অন্যভাবে যুদ্ধ চালাইব।