নেতাজীর জীবনী ও বাণী/পল্লী সংস্কার

উইকিসংকলন থেকে

পল্লী সংস্কার

 আমাদের সর্ব্বদা লক্ষ্য রাখা উচিত যাহাতে পল্লীবাসীরা প্রধানতঃ নিজেদের চেষ্টায় অন্ন, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্যোন্নতির ব্যবস্থা করেন। প্রথম অবস্থায় গ্রামের বাহির হইতে সাহায্য পাঠানো দরকার কিন্তু শেষ পর্যন্ত যদি পল্লীবাসীরা স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হইতে না পারেন তাহা হইলে পল্লীসংস্কারের কোনও সার্থকতা নাই। সাধারণতঃ গ্রামবাসীদের মধ্যে পরমুখাপেক্ষিতার ভাবই প্রবল।