নেতাজীর জীবনী ও বাণী/রক্তের সংমিশ্রন
অবয়ব
(পৃ. ১১৫-১১৬)
রক্তের সংমিশ্রণ
জাতির রক্তস্রোত যেন ক্ষীণ হইয়া আসিতেছে; এখন চাই নৃতন রক্ত। ভারতে বহুবার রক্ত সংমিশ্রণ ঘটিয়াছে। এই রক্ত সংমিশ্রণের ফলে ভারতীয় জাতি বার বার মৃত্যুর মুখে পতিত হইয়া পুনর্জ্জীবন লাভ করিয়াছে। যাহারা বর্ণশঙ্করের ভয় করেন তাহারা আমাদের জাতির ইতিহাস জানেন না। আজ অসবর্ণ বিবাহ অনুমোদন করিয়া রক্ত সংমিশ্রণের সহায়তা করিতে হইবে। নূতন সভ্যতার সৃষ্টির মূলে খানিকটা রক্ত সংমিশ্রণের আবশ্যকতা আছে। অসবর্ণ বিবাহের প্রবর্ত্তনের দ্বারা রক্তসংমিশ্রণের ফলে আমরা জীবনীশক্তি ফিরিয়া পাইব।