বিষয়বস্তুতে চলুন

নৈবেদ্য/৮৬

উইকিসংকলন থেকে

৮৬

দীর্ঘকাল অনাবৃষ্টি,​​ অতি দীর্ঘকাল,
হে ইন্দ্র,​​ হৃদয়ে মম। দিক্‌চক্রবাল
ভয়ংকার শূন্য হেরি,​​ নাই কোনোখানে
সরস সজল রেখা— কেহ নাহি আনে
নববারিবর্ষনের শ্যামল সংবাদ।

যদি ইচ্ছা হয়,​​ দেব,​​ আনো বজ্রনাদ
প্রলয়মুখর হিংস্র ঝটিকার সাথে।
পলে পলে বিদ্যুতের বক্র কষাঘাতে
সচকিত করো মোর দিগ্‌দিগন্তর।
সংহরো সংহরো,​​ প্রভো,​​ নিস্তব্ধ প্রখর
এই রুদ্র,​​ এই ব্যাপ্ত,​​ এ নিঃশব্দ দাহ,
নিঃসহ নৈরাশ্যতাপ। চাহো নাথ,​​ চাহো
জননী যেমন চাহে সজলনয়ানে
পিতার ক্রোধের দিনে সন্তানের পানে।