পঞ্চক মালা/উড়্‌ব আমি

উইকিসংকলন থেকে
(৪)

উড়্‌ব আমি আকাশপথে, তোমায় বুকে জড়িয়ে।
হ’লে ক্লান্তি, ভাঙ্গ্‌ব শ্রান্তি মেঘের উপর চড়িয়ে।
যায় না সেথা পাপের দৃষ্টি,
বৃষ্টি-ধারে ধূলা ধোয়া;
শূন্যতলে, মেঘের কোলে,
বহে কেবল শীতল হাওয়া;
(মোরা) সেই আকাশে, সেই বাতাসে থাক্‌ব পাখা ছড়িয়ে।
নেয়ে-ধুয়ে জলের কণায়—
জলদেরি চাপে গো, — —
শুকিয়ে নেব আবার পাখা
উর্দ্ধপথের তাপে গো।
(তথা) খেল্‌ব কত আলোর খেলা, কিরণ মাঝে গাড়িয়ে।