পঞ্চক মালা/দেবী (প্রশস্তি পঞ্চক)

উইকিসংকলন থেকে
দেবী।

ঝলকে লাবণ্যে তব দীপ্তি মহিমার,
শুচি শোভে হসিত বদনে;
সংযমে যৌবন বাঁধা শ্রীঅঙ্গে তোমার,
বিশ্বপ্রীতি উদ্ভিন্ন নয়নে।
আছে অঙ্গ, তবু হেরি, তুমি অশরীরী;
রূপে রাজ্যে অরূপ অব্যয়।
সঞ্চারে অন্তর মম শ্রীচরণ ঘিরি’;
কর প্রীতি অমিত অক্ষয়।
করুণা ঝরিছে লোকে অধর-স্পন্দনে;
শুনি বাণী, ভক্তিযুতা ধরা;
প্রীতিতে বিজিত বিশ্ব। বিজয়- বন্দনে
নত শির, ক্ষিতি ও অমরা।