পঞ্চক মালা/মায়ের মা

উইকিসংকলন থেকে
মায়ের মা।

কোলের বাছা কোলে নিয়ে আয় মা আমার কোলে!
কটি বছর হল গীত—
যেন কটি যুগের মত;
যুগ যুগান্ত যেন অন্ত কত চিন্তার গোলে!
ছেলে বেলার কথা তোমার
জাগ্‌ছে মনের মাঝে আবার;
তুই ছিলি তোর জাদুর মত; জানাই তা কি বোলে?
তেম্‌নি বরণ, তেম্‌নি গড়ন,
তেম্‌নি হাসি, তেম্‌নি ধরণ।
আয়রে, সোণা, মাণিক দিয়ে পূরাই বুকের থোলে।
ঘরে দোরে তোমার মায়া
জড়িয়ে আছে ছড়িয়ে ছায়া,
ওঠে কেঁপে বুক্‌টা চেপে তোমার কথা হোলে।
তোমারি সে খেলার ঘরে
খেল্‌না আছে শিশুর তরে;
আঙিনাতে দোল্‌না তোমার, আপন মনে দোলে।

আলো পেয়ে সাজ্‌ল ধরা,
ফুল ফুটেছে বাগান ভরা;
তোমার হাসি ভালবাসা কেউকি হেথা ভোলে?
ছাড়িয়ে আমার বক্ষ-সীমা,
সুখে ছিলে তুমি কি মা?
থাক্‌ সে কথা; দুঃখ ব্যথা দূরে গেছে চলে।
আজ্‌কে শোয়া বসা মান;
কাঁধে তুলে চাঁদের ছানা,
জ্যোছ্‌না দিয়ে গা ভেজাব, প্রাণটা যাবে গলে’।
কোলের বাছা কোলে নিয়ে আয় মা আমার কোলে