পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৬

উইকিসংকলন থেকে
১৬
৩৮/২, এলগিন রোড
কলিকাতা
১৮।৭।১৪
শনিবার বেলা ১১টা

 তোমার চিঠি এইমাত্র পাইলাম। কালকার পত্রে বোধ হয় লিখিতে ভুলিয়াছি যে বাপ মা প্রভৃতি সোমবারে কলিকাতায় আসিয়া পঁহুছিবেন। তুমি আবার এসো—কারণ এর পরে বাড়ী পূর্ণ হইলে দেখা করিবার তেমন সুবিধা হবে কি অসুবিধা হবে ঠিক বুঝিতেছি না, রবিবারে যখন ইচ্ছা এসো—He is always a personality. সে শারীরিক উপস্থিত না থাকিলে তার invisible presence সর্ব্বদা আমার সঙ্গে আছে এবং তাহার মঙ্গলময় ইচ্ছা সর্ব্বদা আমাকে ভালর দিকে লইয়া যাইতেছে।

 সেবা Soul-এর দ্বারা হচ্ছে—অদৃশ্য ভালবাসার দ্বারা হচ্ছে। তুমি কাজে ব্যস্ত থাকিলে তাহাতে আমার কত আনন্দ। আচ্ছা তুমি কি পরশু রাত্রে ভাত খাও নাই? তুমি বেশী কষ্ট করিও না,— তোমার সেবা কি সাধারণরূপে আসিবে, তার মঙ্গলময় ইচ্ছা সে সেবা তার ভালবাসা—আর কি লিখিব—তুমি বুঝিতেছ, আমি বেশ আছি, কাল—minimum সকালে 97 হইয়াছিল এবং রাত্রে maximum 100.2, আজ minimum 97.4, আমি ভাল আছি, তুমি চিন্তিত হইও না, কথা সাক্ষাতে হবে। রবিবারে সকাল থেকে বৈকাল বা রাত্রি পর্য্যন্ত থাকিতে পার—কার সাধ্য কিছু করে—তুমি একলা আসিলে বোধ হয় ভাল হয়।