পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৩৯

উইকিসংকলন থেকে

পরবর্ত্তী চারখানি পত্র শ্রীযুক্তা বাসন্তী দেবীকে লিখিত

১৩৯
Kelsall Lodge
Shillong
১।১০।২৭

পরম পূজনীয়া মা,

 শ্রীচরণেষু—

 আপনার ২৪শে সেপ্টেম্বরের পত্র যথা সময়ে পেয়েছি। এখানে এসে সব শুদ্ধ তিনখানি পত্র দিয়েছি—শেষ দুই পত্র ২নং বেলতলা রোডের ঠিকানায় পাঠিয়েছি। আশা করি সব চিঠিগুলি যথা সময়ে পেয়েছেন।

 আমার শরীর মোটের উপর ভালই আছে—যদিও এখানে খুব বৃষ্টি এখনও হচ্ছে। ছেলেদের মধ্যে ২।১ জনের অসুখ হয়েছে—তবে বেশী কিছু নয়। মেজদা এখানে ফিরে এসেছেন। ডাঃ রায়ও এসেছেন—গোস্বামীর আসবার কথা ছিল কিন্তু তিনি আসেন নাই। গোস্বামীকে আপনি বেনারসের বাড়ীর জন্য লিখেছেন—একথা ডাঃ রায়ের কাছে শুনলাম। হালদার সাহেব সপরিবারে ২।৩ দিন হল এখানে এসেছেন।

 অক্‌টোবরের মাঝামাঝি আমরা নেমে যাব—তারপর কোথায় থাকবো স্থির করি নাই। বোধ হয় বাকী মাসটা কলিকাতায় থাকব। আপনার কাছে যাবার ইচ্ছা আছে—সে কথা বলা বাহুল্য। তবে ভিড়ের জন্যই চিন্তা। এত ভিড়ের মধ্যে আমার ভাল লাগবে কি না জানি না। এখানেও ভিড়ের জন্য আমি আপনাকে এখানে আসতে অনুরোধ করি নাই—যদিও প্রথমটা আমি সেরূপ ইচ্ছা প্রকাশ করেছিলাম। যাহা হউক কলিকাতায় গিয়ে স্থির করা যাবে।

 বেহারের খদ্দরের সম্বন্ধে যা লিখেছেন—তা সত্য। কিন্তু শুধু সমালোচনা করলেই কি হবে? কাজে না নামলে চলবে না।

 আমার নিজের কর্ত্তব্যাকর্ত্তব্য সম্বন্ধে একটু ভেবে রাখবেন। দেখা হলেই প্রথম প্রশ্ন এই বিষয়ে করব। আপনার মতের যে আমার কাছে কত মূল্য তাহা বোধ হয় আপনি জানেন। আপনার মত না নিয়ে আমি এখন কোনও কাজে হাত দিতে চাই না।

 আশা করি ওখানকার সব কুশল। আমার ভক্তিপূর্ণ প্রণাম জানবেন। ইতি—

আপনার সেবক
সুভাষ