পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৫৫

উইকিসংকলন থেকে

শ্রীসন্তোষ কুমার বসুকে লিখিত

১৫৫
এই পত্র সেন্সর কর্ত্তৃক

পরীক্ষার পর ছাড়া

হইয়াছে
ডি আই জি, আই বি,
কেয়ার অব ডি আই জি,
সি আই ডি (বাঙ্গলা)
আই বি, সি আই ডি
(বাঙ্গলা)

১৩, লর্ড সিংহ বোড
কলিকাতা
জব্বলপুর সেণ্ট্রাল জেল

৫।৭।৩২

প্রিয়বরেষু,

 সন্তোষবাবু,

 আপনি ৯।৪।৩২ তারিখে অনুগ্রহপূর্ব্বক যে পত্র লিখিয়াছেন উহা যথাসময়ে পাইয়াছি; কিন্তু উত্তর দিয়া উঠিতে পারি নাই।

 সায়টিকা সম্বন্ধে আপনার ‘টোট্‌কা’ (লেবুর রস ইত্যাদি) পেটের অসুখের পক্ষে ভাল——তবে সায়টিকার যন্ত্রণা উপশমে কাজ দেয় বলিয়া মনে হয় না। আমি কিছুদিন হইতে উহা নিয়মিত খাইতেছি। মা-ও বিশ্বাস করেন যে ইহা খুব উপকারী—সায়টিকার কষ্টের জন্য না হউক অন্ততঃ পেটের অসুখের পক্ষে। পিত্ত-থলী গোলমাল হইতেই আমার এ রোগের উৎপত্তি, তাই যতদিন না উহা সারিতেছে ততদিন সায়টিকাও সারিবে না। গত এপ্রিল মাসে Chindwara-র সিভিল সার্জ্জন আমাকে পরীক্ষা করিয়া যে সাময়িক রোগনির্ণয় করিয়াছিলেন উহাতে আমার ধারণাই একপ্রকার সমর্থিত হইয়াছে।

 আপনাদের সকলের খবর কি? সুস্থিরবাবু ও তাঁহার বাড়ীর সকলে কেমন আছেন? নৌরজীর পরিবর্ত্তে তিনি Welfare Officer-এর পদে অস্থায়িভাবে নিযুক্ত হইয়াছেন বলিয়া শুনিলাম।

 অমৃত আমাকে লিখিয়াছে যে, যদি সে রকম সমর্থন পাওয়া যায় তাহা হইলে Improvement Trust Tribunal-এ সে এবার দাঁড়াইতে চায়। যদি সে দাঁড়ায় আমি তাহার প্রার্থিপদ একান্তভাবে সমর্থন করিব। তাহাকে অনেক দিন হইতে আমি চিনি এবং তাহার চরিত্র, বিশেষতঃ স্পষ্টবাদিতার প্রতি আমার শ্রদ্ধাও আছে। শুধু পাণ্ডিত্যে হইবে না, Tribunal-এর জন্য তাহার মত সৎ ও নির্ভরযোগ্য লোকই দরকার। প্রবীণ ব্যক্তিরা হয়তো তাহার বিরুদ্ধে দাঁড়াইতে পারেন—কিন্তু প্রবীণ হইলেই প্রজ্ঞা, পাণ্ডিত্য, অভিজ্ঞতা বা উত্তম চরিত্রের অধিকারী হইবেন এমন কোনও কথা নাই। আর যৌবনটা কোনও অপরাধও নয়! গত নির্ব্বাচনে ইহা স্বীকার করা হইয়াছিল যে, এই পদে কাহাকেও স্থায়িভাবে নিয়োগ করা হইবে না। আমার মনে হয়, এ যুক্তি এখনও অসার হইয়া যায় নাই। এই চাকুরীর জন্য হাইকোর্টের কোনও প্রথম শ্রেণীর আইন ব্যবসায়ীকে পাওয়া যাইবে না। কাজে কাজেই আমার মনে হয় না যে, যাঁহারা প্রার্থী হইবেন তাঁহাদের মধ্যে কাহারও আইনের জ্ঞান ও অভিজ্ঞতা খুব গভীর হইবে। তাহা ছাড়া Improvement Trust Tribunal-এর কাজের জন্য খুব বেশী আইনের জ্ঞান বোধহয় দরকারও নাই। প্রকৃত পক্ষে আমরা যাহা চাই তাহা একজন সৎ ও দৃঢ়চিত্ত লোক, যিনি Trust-এর নিকট যে-সকল মামলা পাঠানো হইবে উহার সহিত সংশ্লিষ্ট পক্ষগুলির প্রতি সুবিচার করিবেন। অমৃত এ কাজ যোগ্যতার সঙ্গেই সম্পন্ন করিতে পারিবে এবং আশা করি আপনি তাহার প্রার্থিপদ সমর্থন করিবেন। আমি তাহাকে লিখিতেছি, এ ব্যাপারে সে যেন আপনার সঙ্গে সাক্ষাৎ করে।

 Drainage Extension Special Committee-র বিষয় আর অধিক দূর অগ্রসর হইতে পারিয়াছে কি?

 কিছুদিন পূর্ব্বে কর্পোরেশনের দুইজন কর্ম্মীর বিষয়ে আমি আপনাকে লিখিয়াছিলাম। যদি সে রকম কোনও সুযোগ আসে তাহা হইলে অনুগ্রহ করিয়া উহাদের পদোন্নতি-সংক্রান্ত দরখাস্ত দুইটি বিবেচনা করিয়া দেখিবেন। তাহাদের একজন আমাকে পুনরায় পত্র দিয়াছে। অনুগ্রহপূর্ব্বক দেখিবেন যদি তাহার জন্য কিছু করিতে পারেন।

 আশা করি আপনারা সকলে ভাল আছেন। মিঃ ইয়াকুবকে বলিবেন যে, কিছুদিন পূর্ব্বে তিনি যে পত্র দিয়াছেন উহা পাইয়া আমরা খুব আনন্দ বোধ করিয়াছি।

 আপনি সম্ভবতঃ জানেন যে, আমাদের শরীর তেমন ভাল যাইতেছে না। দুর্ভাগ্যক্রমে, অবস্থা ক্রমাগতই খারাপের দিকে যাইতেছে।

 আমাদের দুজনের শ্রদ্ধা গ্রহণ করিবেন। ইতি—

আপনার স্নেহের
সুভাষচন্দ্র বসু

 পুনঃ—আপনার ছেলেরা কেমন আছে? সুস্থিরবাবুর সঙ্গে আপনার শেষ কবে দেখা হইয়াছে?

(ইংরাজী হইতে অনূদিত)