পত্রাবলী (১৯১২-১৯৩২)/৪৩
অবয়ব
(পৃ. ৭৫-৭৬)
৪৩
Y. M. C. A.
Calcutta University Infantry
Shooting Camp
Belghurria, E.B. Rly.
তোমার পত্র পেয়েছি। আমি Univ. Institute-এ সেদিন যাই নাই। কারণ সেদিন Camp-এ যাবার কথা ছিল—ডাক্তারের অমতে·····Camp-এ যেতে পারি নাই। আমরা পরশু এবং সম্ভবতঃ ২।৩ সপ্তাহ এখানে আছি। আজ rifle practice আরম্ভ হইল। বেশ interesting লাগিতেছে। আমরা ২৪শে এপ্রিলের পূর্ব্বে ছুটি পাইব বলিয়া বিশ্বাস করি না। সুতরাং তোমার কথিত দিবসে নৈশ-বিদ্যালয়ে বার্ষিক অধিবেশনে কৃষ্ণনগরে উপস্থিত হইতে পারিব না।
আমার শরীর ভালই আছে। এখানকার অন্যান্য খবর ভালই। তোমার শরীর কেমন আছে?