পত্রাবলী (১৯১২-১৯৩২)/৫৪

উইকিসংকলন থেকে
৫৪
কেম্ব্রিজ
২৩।৩।২০

 তুমি ষ্টেট স্কলারশিপ পেয়ে এখানে আসছ, শুনে সুখী হলাম। কোথায় ভর্ত্তি হইবে সে সম্বন্ধে যা হউক শীঘ্র একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তোমার এখানে দরখাস্ত করা উচিত। তারপর টাকার সম্বন্ধে। তোমাকে Scholarship বাদে বাৎসরিক £50-এর বন্দোবস্ত করিতে হইবে। হয়ত দরকার না হইতে পারে কিন্তু খুব সম্ভব দরকার হইবে। তারপর outfits-এর কথা। শুনিলাম Govt. Scholarship-এ outfits-এর জন্য কিছু দেয় না। আমার মনে হয় সবশুদ্ধ outfits-এ প্রায় ১০০০৲ টাকা পড়িবে—অবশ্য সমস্ত জিনিষ পত্র নিয়ে।

 তোমার প্রেরিত এম. এর তালিকা যথা সময়ে পেয়েছিলাম।

 তোমার দীর্ঘ পত্রে অনেক সত্য কথা আছে। তবে দুইটা বিষয়ে ঠিক বল নাই। আমাকে সন্ন্যাসী বললে আমি এখনও চটি না। আমি এখন সন্ন্যাসী নামের অযোগ্য হইতে পারি—কিন্তু সন্ন্যাসী বলিলে আমি এখন পূর্ব্বের ন্যায় গৌরব অনুভব করি।

 দ্বিতীয়তঃ আমি কাহাকেও বলি নাই, I. C. S. পাশ করিয়া বাংলা দেশে ফিরিব না।

 তোমার পত্রের মোটের উপর সবই অনুমোদন করি। উত্তর দিতে গেলে প্রকাণ্ড উত্তর হয়ে যায়। তুমি যখন আসছ, তখন সাক্ষাতে সব কথা এবং বুঝাপড়া হইবে। এখন থাক।

 আমি ভালই আছি। তুমি কেমন আছ? ইতি—