পত্রাবলী (১৯১২-১৯৩২)/৯৮

উইকিসংকলন থেকে
◄  ৯৭
৯৯  ►
৯৮

শ্রীশ্রীদুর্গা সহায়

মান্দালয় জেল
ইং ৯।৪।২৬

পূজনীয়া বৌদিদি,

 আপনার দুইখানি পত্র যথাসময়ে পাইয়াছিলাম—কিন্তু আজ পর্য্যন্ত উত্তর দেওয়া হয় নাই।

 সেজদাদার চিরুণী ও দেশলাই পাইয়াছি। বেশ ভালই হইয়াছে। আশা করি ক্রমশঃ আরও ভাল হইবে।

 এখানে খুব গরম পড়িয়াছে—দিনের বেলায় আমরা চিংড়ি মাছ ভাজার মত হই। তবে এখনও রাত্রে অপেক্ষাকৃত ঠাণ্ডা পড়ে; তাই ঘুমের ব্যাঘাত হয় না।

 আপাততঃ কবিরাজী ওষুধ খাইতেছি না। প্রয়োজন হইলে কিছুদিন পরে খাইব।

 অশোক ও অরুণার সূতাতে বোনা দুইখানি ধুতি পাইয়াছি—বেশ হইয়াছে। সেই পার্শ্বেলে এক বাণ্ডেল পাঁপড়ও পাইয়াছি। যাহারা সূতা কাটে তাহাদের জন্য এই সূতা দিয়া কাপড় অথবা জামা করাইবেন—নিজের সূতায় তৈয়ারী জিনিস পাইলে তাহাদের উৎসাহ আরও বেশী হইবে।

 জীবনটা যখন একঘেয়ে বোধ হয় তখন মধ্যে মধ্যে বৈচিত্র্যের দরকার হয়। এই নূতনত্বের জন্যেই পাখী ও পায়রা পোষা। কাল আমরা একটা টিয়া পাখী জোগাড় করিয়াছি—আগামী মাসে ময়না পাখী জোগাড় করিব।

 আমার শেষ পত্রের সঙ্গে যে কাগজপত্র পাঠাইয়াছিলাম—তাহা কেন পান নাই বুঝিতে পারিতেছি না। এই রকম গোলমাল মধ্যে মধ্যে হইয়া থাকে।

 গােপালীর পরীক্ষা কেমন হইয়াছে জানাইবেন। অশােক এখন কোন্ ক্লাসে পড়িতেছে?

 এ সপ্তাহে আমি মেজদাদাকে পত্র দিতেছি না। আজকাল মনে হয় যে জেলখানা আমাদের কায়েমী স্বত্ব হইয়া গিয়াছে। খানা হইতে যে সহজে আমাদের কেউ তাড়াইতে পারিবে তাহা মনে হয় না।

 আশা করি আপনারা সকলে ভাল আছেন। বাব ও মা কেমন আছেন? আপনারা আমার প্রণাম জানিবেন।

ইতি— 
শ্রীসুভাষ।