পথের পাঁচালী (চলচ্চিত্র)
পশ্চিমবঙ্গ সরকার প্রযোজিত
পশ্চিমবঙ্গ সরকারের নিবেদন।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রণীত
পথের পাঁচালী
॥ কৃতজ্ঞতা স্বীকার ॥
এই ছায়াচিত্রের বহির্দৃশ্যগুলি বোড়াল নিশ্চিন্দপুর গ্রামে গ্রামবাসীদের আন্তরিক সহযোগিতায় গৃহীত হইয়াছে।
ভূমিকায়:
হরিহর ॥ কানু বন্দ্যোপাধ্যায়
সর্বজয়া ॥ করুণা বন্দোপাধ্যায়
ইন্দির ॥ চূণিবালা দেবী
দুর্গা (বড়) ॥ উমা দাশগুপ্ত (অ্যামেচার)
অপু ॥ সুবীর বন্দোপাধ্যায়
দুর্গা (ছােট) ॥ রুণ্কী বন্দোপাধ্যায়
সেজো ঠাকরুণ ॥ রেবা দেবী
নীলমণির স্ত্রী ॥ অপর্ণা দেবী
প্রসন্ন গুরুমশাই ॥ তুলসী চক্রবর্তী
অন্যান্য ভূমিকায়।
বিনয় মুখােপাধ্যায়। হরেন বন্দ্যোপাধ্যায়।
নিভাননী দেবী। রমা গঙ্গোপাধ্যায়।
হরিধন নাগ। রামপদ দাস। হরিমােহন নাগ।
ক্ষীরােদ রায়। সুরেন রায়। মঞ্জু। শ্যামল।
পাপিয়া। পুতুলরাণী। অপর্ণা (ছােট)
আলোকচিত্রশিল্পী।
সুব্রত মিত্র
॥শিল্পনির্দেশক॥
বংশী চন্দ্রগুপ্ত
সম্পাদক।
দুলাল দত্ত
॥শব্দযন্ত্রী॥
ভূপেন ঘোষ
সঙ্গীতাংশে। সত্যেন চট্টোপাধ্যায়
অতিরিক্ত শব্দগ্রহণ। দুর্গাচরণ মিত্র
॥ব্যবস্থাপনা॥
অনিল চৌধুরী
॥যন্ত্রসংগীত॥
দিলরুবা ও তারসানাই। দক্ষিণামোহন ঠাকুর
বাঁশি। অলোক দে
পাখোয়াজ। প্রতাপনারায়ণ মিত্র
গুপীযন্ত্র। সীতারাম দাস
॥যাত্রাভিনয়॥
নিউ বাণী অপেরা পার্টি
একমাত্র পরিবেশক
অরোরা ফিল্ম করপোরেশন লিঃ
পরিচালনায়: শান্তিকুমার চট্টোপাধ্যায়
আশীষ বর্মণ। সুবীর হাজরা
আলোকচিত্রগ্রহণে: দিনেন গুপ্ত। নিমাই রায়
বীরেন ভট্টাচার্য। সৌমেন্দু রায়
জগমোহন মেহরোত্রা
শিল্পীনির্দেশনায়: সুরেশ চন্দ্র
সুরৎ বর। দিবাকর দত্ত
॥সহকারীবৃন্দ॥
সম্পাদনায়: সুকুমার সেনগুপ্ত
তপেশ্বর প্রসাদ। হরিনারায়ণ মুখোপাধ্যায়
প্রেমানন্দ ব্রজবাসী
শব্দগ্রহণে: সমীর ঘোষ
ব্যবস্থাপনায়: সুরেন সাহু। নটবর। বাদল। সত্য। দুলাল
প্রচারে: সোমেন গুপ্ত
স্থিরচিত্রস্ফুরণ: টেকনিকা
॥পরিস্ফুটন॥
বেঙ্গল ফিল্ম ল্যাবরেটরিজ লিঃ
তত্ত্বাবধায়ক। আর. বি. মেহতা
॥শব্দযোজনা॥
আর. সি. এ. শব্দযন্ত্র (টেকনিশিয়ান্স স্টুডিও)
কিনডেক্স শব্দযন্ত্র
(ম্যাগনেটিক টেপ রেকর্ডিং সিণ্ডিকেট)
॥সঙ্গীত॥
রবিশঙ্কর
চিত্রনাট্য ও পরিচালনা
সত্যজিৎ রায়

এই চলচ্চিত্রটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কপিরাইট আইনের ধারা ২৬ অনুসারে চলচ্চিত্রের মুক্তির ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে সেটির কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৩ সালে, ১ জানুয়ারি ১৯৬৩ সালের পূর্বে মুক্তিপ্রাপ্ত সকল চলচ্চিত্র পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।
