এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কনকাঞ্জলি ৪ কাদিতে পার
বস্তার প্লাবন-পাশে
কল্পোলি’ শীতল নীর;
রণ পরে শ্রাত্তি-সুখ,
ভ্ৰাস্তি পরে স্বস্তি-গান;
তাপ-দগ্ধ প্রৌঢ়-বুক
শিশুর ক্রীড়ার স্থান।
মুছি তবে নেত্রজল—
অদৃষ্টের এ বিপাক।
ভাঙ্গে যদি মৰ্ম্মস্থল—
কি করিব?—ভেঙ্গে যাক।
নিশার পাণ্ডুর মুখ,
হেরি দূরে সূৰ্য্যরথ —
যুবুক—যুক্সক দুখ
সুখে মোর দিতে পথ।
দহিয়৷ বিরহ-দাহে
হোক আরো শুদ্ধ প্রাণ – প্রেমময়ী, পার যাহে
করিবারে অধিষ্ঠান। কত যুগে—দাও বলে',
কিংবা জন্ম পরে কত—
কত হুখে জলে জ্বলে’
হব তব মনোমত।
কাদিতে পার
কাদিতে পার’ গে। যদি চিরকাল নিতি নিতি, এস তবে এস, সখা, হুজনে করি পিরীতি।