এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অক্ষয়কুমায় বড়াল-প্রস্থাবলী
বসন্ত পলাল, মলয় লুকাল,—
তুমি কি দেখ নি চেয়ে ?
কত ফুল ফুটে পায়ে যে লুটলি,
কত পাখী গেল গেয়ে ।
বরণ
ধর, ধর হৃৎ-পুষ্প, লহ উপহার।
অগজি এ মধুর প্রাতে, মধুর প্রভাত-বাতে, কি শুভ সংবাদ অাসে প্রেম-দেবতার।
গোপনে আপনে, নারী, অার না রাখিতে পারি— ছুটে কি আকুল শ্বাস আশা-মলয়ার ।
বুঝি দলে দলে ফুটে” পুর্ণ হ’য়ে পড়ি লুটে— টুটে পড়ে চারি ধারে সর্বস্ব আমার !
তুলিতে তুলিতে ফুলে লহ গে। অামারে তুলে’— গাথিয়া পর’ গো গলে প্ৰেম-ফুলহার ।
ধর, ধর হৃৎ-পুষ্প, লহ উপহার ।
তুমি স্বৰ্গ-বনদেবী ভ্ৰমিছ সমীর সেবি’,
অামি মন্দাকিনী-কুল-নবীন-মন্দার,—
জন্ম-জন্মাস্তর ধরি’ আশা স্মৃতি জড়’ করি’
গড়িয়াছি তোম। তরে স্বপন-সম্ভার।