পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী 万等博啡 আসি নাই ছলিতে তোমায়। ও মুখ হেরিয়া আজ মনে হয়,—তীর্থ ঘুরি’ আসিয়াছি দেশে পুনরায়। প্রেমিক ত সদা চায় মিশে যেতে প্রেমাম্পদে— আপনারে বিলালে সে বঁাচে। মিলনে মিটে না আশা, বিরহে দারুণ তৃষা,— নিঃস্বার্থ ভাবিয়া স্বার্থ যাচে। দাও শিক্ষা, রূপবতী, যেখানে থাক না তুমি,— হেরি আমি সৌন্দর্য্য তোমার! ডুবিয়া তোমার রূপে— ভুলিয়া আমার সত্তা, তোমাময় হেরি ত্রিসংসার। জপিয়া বিন্দুরে এক ব্যাপ্ত হই বিশ্বময়— শিখ রে—শিখ। সে প্রেম-যোগ। ঘুচে যাক জীবনের সদা সুখ-অন্বেষণ— জন্মগত চির স্বার্থরোগ। জন্মিয়। অনন্ত-মাঝে, বাড়িয়া অনন্ত-মাঝে, আনস্তের হ’য়ে অবতার— তুচ্ছ মুখে দুঃখে আর আত্মঘাতী হই কেন,— কেন্দ্র করি দেহ আপনার? ধূমায়িত দীপ-শিখ দাও—দাও নিবাইয়া, উঠুক—উঠক উষা হেসে। পঙ্কিল সরসীকুলে রেখ ন ডুবায়ে আর, যাই—যাই পারাবারে ভেসে। চরণে বিশাল পৃথ্বী, পশ্চাতে উত্তঙ্গ গিরি, শির’পরে উদার আকাশ– দাড়াও, শুভদা দেবী, মুক্তকেশে হাসিমুখে, বাসনার হোক সর্ব্বনাশ।